আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 197

হালাল হারাম

প্রকাশকাল: 14 আগস্ট 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল কারো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, কে চুরি করেছে সেটা জানার জন্ন বিভিন্ন তন্ত্র-মন্ত্রের আশ্রয় নেয়া হয়, স্মভবত এগুলোতে জিনদের ব্যবহার করা হয়। এটা কি শরীয়ত সম্মত এবং এই তন্ত্র-মন্ত্রে কি বিশ্বাস করা যাবে? দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। বিচারের ক্ষেত্রে এই সব তন্ত্র-মন্ত্রের ফয়সালার কোন স্থান নেই। আর এভাবে চোর ধরা তথা গায়েবের খবর জানার চেষ্টা করা সে যেভাবেই হোক, কুরআনের আয়াত দ্বারা হোক কিংবা অন্য কোন মন্ত্র দ্বারা হোক সম্পূর্ণ হারাম ও কুফুরী কাজ। এছাড়াও অনেক সময় এটা মানুষের মাঝে ঝগড়া-ফাসাদের কারণ হয়, তাই এই এই কাজ থেকে আমাদের বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য।