আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1967

যিকির দুআ আমল

প্রকাশকাল: 19 জুন 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম ঢাকার তাওহীদ পাবলিকেশন্স থেকে প্রকাশিত সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর বইটির তেত্রিশ পৃষ্ঠায় ক্রমিক নং ৭-এ একটি যিকর উল্লেখ করে রেফারেন্স হিসেবে তাবারানী ও সহীহুল জামে ২৬১৫ নং দেওয়া আছে। যিকরটি নিম্নরূপঃ আলহামদু লিল্লাহি আদাদা মা খলাক, আলহামদু লিল্লাহি মিল আ মা খলাক, আলহামদু লিল্লাহি আদাদা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আলহামদু লিল্লাহি আদাদা মা আহসা কিতাবুহ, ওয়াল হামদু লিল্লাহি আলা মিল ই মা আহসা কিতাবুহ, ওয়াল হামদু লিল্লাহি আদাদা কুল্লি শাই, ওয়াল হামদু লিল্লাহি মিল আ কুল্লি শাই। সুবহানাল্লাহি আদাদা মা খলাক, সুবহানাল্লাহি মিল আ মা খলাক, সুবহানাল্লাহি আদাদা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবুহ, ওয়া সুবহানাল্লাহি আলা মিল ই মা আহসা কিতাবুহ, ওয়া সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাই, ওয়া সুবহানাল্লাহি মিল আ কুল্লি শাই। জানতে চাইছি যে এটি সহীহ কি না। এ রকমের আর একটি যিকর আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাহে বেলায়াত ও রাসুলুল্লাহর (সাঃ) যিকর-ওযীফা বইটির ৯১ পৃষ্ঠায় যিকর নং ১১ তে আছে। তবে যিকরটির কিছু শব্দে আছে ভিন্নতা। আরও একটি যিকর যার ভাষা নিম্নরূপঃ
সুবহানাল্লাহি আদাদা মা খলাকা ফিস সামা, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খলাকা ফিল আরজ, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা বাইনা যালিক, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খলিক। তারপর আল্লাহু আকবর যোগ করে, তারপর আল হামদু লিল্লাহ যোগ করে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ যোগ করে এবং তারপর লা হাওলা ওয়া লা কুও ওয়াতা ইল্লা বিল্লাহ যোগ করে বাক্যগুলো পাঠ করতে হবে। এই যিকরটির বিবরণ অনেক কিতাবে আছে। এই যিকরটির তাহকীক করা হয়েছে। যিকরটি আমার খুব পছন্দের। কিন্তু তাহকীক রিয়াদুস সালেহীনে মুহাদ্দিস আলবানির মন্তব্যটা বুঝতে পারলাম না। কিতাবটির ১৪৪৯ অথবা ১৪৫০ নং হাদিসে যিকরটি পাওয়া যায়। আলবানি বলেছেন যে হাদিসটির মূল অংশ সহীহ। মূল অংশ বলতে কী বুঝাতে চেয়েছেন? বিস্তারিত জানালে খুশি হবো। আস সালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আবু উমামা রা. থেকে এই জিকিরটি শব্দের একটু কম বেশী করে অনেক কিতাবে উল্লেখ আছে। হাদীসটি সহীহ। আপনি যে কোন একটি কিতাব থেকে জিকিরটি মুখস্থ করে পড়তে পারেন। আলবানী রহি. এর তাহকীককৃত রিয়াদুস সালেহীন আমাদের কাছে নেই, তবে তিনি বিভিন্ন কিতাবে হাদীসটিকে সহীহ বলেছেন।