আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1966

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 জুন 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনার একটি ভিডিও ক্লিপ থেকে জানতে পারলাম জনৈক এক লোক ডেভেলপারকে জমির দলিল দিয়ে পেরশানিতে ছিল পরবর্তিতে সে আপনার দেয়া কিছু সহিহ আমল করার কিছুদিনের মধ্যেই দলিল ফেরত পায়। আমিও এরকম একটি সমস্যার মধ্যে আছি। আমার চাচা তার সমস্ত সম্পত্তি বিক্রি করেও সে দখলদারিত্ব ছাড়েনি। উপরন্তু সে আমাদের সম্পত্তি জোড়পূর্বক দখল করে উল্টো আমাদেরকেই বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এখনও মামলা করিনি। মামলা না করে যদি কোন আমলের দ্বারা ফল পাওয়া যায় সেজন্য আপনার কাছে এ ব্যাপারে দিকনির্দেশনা চাই। দয়া করে এমন আমল থাকলে আমাকে দিয়ে উপকৃত করবেন। আপনার শুভাকাঙ্খি। মোহাম্মদ মুজিবুল হক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপিনি সম্ভবত এখনো জানেন না যে, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন। তাই এই ভাষায় প্রশ্ন করেছেন। আমরা নিশ্চিত জানি না যে, তিনি কোন দুআগুলো লিখে দিয়েছিলেন, তবে মনে করি যে, রাহে বেলায়াত গ্রন্থে বিপদাপদ থেকে উদ্ধারের যে দুআগুলো আছে সেগুলো তিনি লিখে দিয়েছিলেন। আপনি রাহে বেলায়াত থেকে ঐ দুআগুলো পড়ুন। সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন।