প্রশ্ন-একটি হাদীসে আছে রাসূল (স:) এর উম্মতের হায়াত ১০০০ বসর। অন্য একটি হাদীসের ইঙ্গিত ১৫০০ বসর। এর মধ্যে ১৪৫১ বসর পার হয়েছে আর সামনে আছে ৪৯ বসর এই হাদীসের আলোকে বুঝা যায় লাসূল (স:) এর উম্মত আগামী ৫০ বসরের মধ্যে সব মারা য়াবে। এব্যপারে আপনাদের মতামত বিস্তারতি জানতে চাই। ১ম হাদীসটি আছে দালায়ালে নবুয়াহ এর মধ্যে ২য় হাদীসটি আছে মুসনাদে আহমাদে মধ্যে।