আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1961

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 জুন 2011

প্রশ্ন

প্রশ্ন-একটি হাদীসে আছে রাসূল (স:) এর উম্মতের হায়াত ১০০০ বসর। অন্য একটি হাদীসের ইঙ্গিত ১৫০০ বসর। এর মধ্যে ১৪৫১ বসর পার হয়েছে আর সামনে আছে ৪৯ বসর এই হাদীসের আলোকে বুঝা যায় লাসূল (স:) এর উম্মত আগামী ৫০ বসরের মধ্যে সব মারা য়াবে। এব্যপারে আপনাদের মতামত বিস্তারতি জানতে চাই। ১ম হাদীসটি আছে দালায়ালে নবুয়াহ এর মধ্যে ২য় হাদীসটি আছে মুসনাদে আহমাদে মধ্যে।

উত্তর

হাদীসগুলোর আরবী পাঠ লিখে পাঠালে আমাদের জন্য উত্তর দেয়া সহজ হবে। এই ধরণের হাদীস সাধারণত বানোয়াট হয়।