কেউ যদি ফজরের নামায আদায়ের পর টের পায় যে তার কাপরে নাপাকি ছিল তাহলে কি সেই নামায আবার আদায় করতে হবে?(ঘুমের ভিতর কি হয়েছিল সেই অবস্থা তার স্মরণ নেই, কিন্তু নামাযের পর বুঝতে পারল)
উত্তর
জ্বী, পূনরায় আদায় করতে হবে। নামাযের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া নামায আদায় করলে তা পূনরায় আদায় করতে হয়।