আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1953

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 জুন 2011

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,ফজরের ফরজ দুই রাকাত নামাজে ইমাম সুরা ফাতিহার পর একই সুরা দুই রাকাতেই পড়িয়েছে। কিন্তু সেজদাহ সাহু করে নাই। এই নামায কি হইছে নাকি আবার আদায় করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায হয়ে গেছে। দুই রাকাতে ভিন্ন ভিন্ন সূরা পড়া আবশ্যক নয়। সাজাদায়ে সাহু দেয়া যাবে না।