আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1952

নামায

প্রকাশকাল: 4 জুন 2011

প্রশ্ন

সূর্যোদয় এর পরে ফজর সালাত পড়লে দুই রাকাত সুন্নাত পড়তে হয় কি না?

উত্তর

হ্যাঁ, দু রাকআত সুন্নত পড়তে হবে। এক সফরে রাসূলুল্লাহ সা. এব সাহাবীগণ সূর্য উদয়ের পর ঘুম থেকে উঠলেন তখন বিলাল রা. আযান দিলেন আর সবাই প্রথমে দুই রাকআত সুন্নাত এরপর দুই রাকআত ফরজ পড়েন। হাদীসের শব্দগুলো হলো وَأَذَّنَ بِلاَلٌ فَصَلَّوْا رَكْعَتَىِ الْفَجْرِ ثُمَّ صَلَّوُا الْفَجْرَ সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৩৭। হাদীসটি সহীহ। অন্য বর্ণনায় আছে রাসুলুল্লাহ সা. প্রথমে দুই রাকআত সুন্নাত পড়লেন তারপর ফরজ পড়লেন।হাদীসের শব্দগুলো হলো فَصَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّى الْغَدَاةَ সহীহ মুসলিম হাদীস নং ১৫৯৪।