আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1951

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 জুন 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) সাহেবের রাহে বেলায়েত কিতাবে বিতর সালাতের জন্য ৪টি দোয়া কুনুত দেখলাম। এখন যদি আমি এই ৪টি কুনুত একসাথে পরপর পড়ি, তাহলে কি নামাজের কোন ক্ষতি হবে? আমি চাইছি দীর্ঘ সময় ধরে দোয়া করতে। দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআগুলোর অর্থ অনেকটা একই। তাই একটি পড়াই যথেষ্ট। তবে আপনি একাধিক দুআ একসাথে পড়তে পারেন।