আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1944

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 27 মে 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, অফিস শুরু হয় সকাল ৯ টা থেকে আর বাসাই ফিরি সন্ধার পর । শয়তানের ওসওয়াসায় পড়ে মাঝে মধ্যে লিঙ্গ দিয়ে পিচ্ছিল তরল বের হয় এবং তা আন্ডারওয়্যার ও প্যান্টের মধ্যে লাগে। যেহেতু সন্ধার পর বাসায় ফিরি তাই কাপড় পাল্টানোর সুযোগ নাই । এমতাবস্থায় যোহর, আসর ও মাগরিব – এর নামায আদায় করার হুকুম কি ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কাপড় পরে নামায পড়া যাবে না। আপনাকে একটা উপায় বের করতেই হবে যাতে সময় মত সকল ওয়াক্তের নামায পড়তে পারেন। মনে রাখবেন, নামায ফরজ ইবাদাত। নামায ব্যতিত নাজাত পাওয়ার আশা নেই। সুতরাং নামাযকে সর্বাগ্রে নামাযকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তায়ালা আপনার সমস্যার সমাধান করে দিন।