আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1943

নামায

প্রকাশকাল: 26 মে 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ভাইধন্যবাদ আপনাকে আমার আগের প্রশ্ননের উত্তরের জন্য আমার প্রশ্ন ছিল আমি জেহেরি সালাত এ সুরাহ ফাতিহা না পরে শুনব আর সিররই সালাত(জহর+আসর+ শেষ রাকাত মাগ্রিব অও এশা) এ পরব যেন কুরানের আয়াত আর হাদিসের সমন্বয় হয় । ।আশলে ভাই আমি এই সমন্বয়টা নিজে নিজে করি নাই আমি জাহাঙ্গির স্যর তারপর কামাল উদ্দিন জাফ্রি স্যর উনাদের ভিডিও পাশাপাশি আর কিছু লেকচার শুনেছি। যদি সম্ভব হইয় একটু কষ্ট করে স্যর আর ভিডিওর শেষের অংশ টা দেখে জানাবেন আশলে কিভাবে পরা উচিত যদি আমি পরতে চাই। ধন্যবাদ https://www.youtube.com/watch?v=4SQkRR-L2pU

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে পদ্ধতিটি জানতে চেয়েছেন সেটা হলো, ফজর, মাগরিব এবং এশার নামাযের কোন রাকআতেই আপনি ইমামের পিছনে পড়বেন না। জোহার এবং আসরের প্রথম দুই রাকআতে পড়বেন। শেষ দুই বা এক রাকআতে সূরা ফাতিহা পড়া আবশ্যক নয় সুতরাং এই সময় কোন আলমই ইমামের পিছনে পড়াকে আবশ্যক বলেন নি। ইমামের পড়াই যথেষ্ট।