আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1930

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 মে 2011

প্রশ্ন

একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে বিয়ে করবো এ চুক্তি হয়। মাঝে মধ্যেও কোনো কথাবার্তা বা আলাপ হতো না। অতঃপর বিয়ের বয়স হলে ছেলে তার পরিবারে বিষয়টি জানায়,সব দেখেশুনে ছেলের পরিবার সম্মতি জানায়। মেয়ের পরিবারেও কোনো দ্বিমত ছিল না,তবে তাদের আপত্তি শুধু ছেলেমেয়ে দুজন একই গ্রামের। তারা একই গ্রামে সম্বন্ধ করতে নারাজ। আর এজন্য বিয়েটা হচ্ছে না। এখন ছেলেমেয়ে দুজন পরিবারে না জানিয়ে বা পালিয়ে বিয়ে করে,এতে কোনো অন্যায় হবে? উত্তরটা জানা খুব দরকার।

উত্তর

হ্যাঁ, পালিয়ে বিয়ে করা অন্যায় হবে এবং মেয়ের অভিভাবক ব্যতিত মেযের বিয়ে সহীহ হবে না। যারা এই সমস্যায় পড়েছে তাদের উচিত অভিভাকদের এটা বুঝানো যে, এক গ্রামে বিয়ে হওয়া কোন সমস্যার কারণ নয়। আর আপনার বক্তব্য একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে বিয়ে করবো এ চুক্তি হয় এটা শয়তানের কাজ। কোন নারী-পুরুষের মধ্যে এমন চুক্তি হতে পারে না।