আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1929

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 মে 2011

প্রশ্ন

১। প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার, প্রশ্ন: সর্বোচ্চ কতদিন পর্যন্ত কসর নামাজ পড়া যাবে এবং কত মাইল দূরে গেলে কসর সালাত আদায় করতে হবে? দলিলসহ জানালে উপকৃত হব। ২। প্রশ্ন: নামাজে রুক, সেজদা এবং তাসাহুদে কোন দিতে দৃষ্টি দেতে হবে, দলিলসহ জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সহীহ বুখারীতে ইমাম বুখারী রহ. বলেন, وَكَانَ ابْنُ عُمَرَ ، وَابْنُ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُم ، يَقْصُرَانِ وَيُفْطِرَانِ فِي أَرْبَعَةِ بُرُدٍ وَهْيَ سِتَّةَ عَشَرَ فَرْسَخًا. ইবনে উমার এবং ইবনে আব্বাস চার বুরদ দূরে সফর করলে সালাত কসর করতেন এবং সিয়াম ত্যাগ করতেন। চার বুরদ হলেঅ ১৬ ফারসাখ। সহীহ বুখারী, ১০৮৬ নং হাদীসের আলোচনায়। আলেমগণের সর্বাক্যমতে ১৬ ফারসাখ দূরে কোথাও সফরের নিয়ত করলে সালাত কসর করতে হয়। আধুনিক হিসাবে ১৬ ফারসাফ ৮০ কি. মিটারের মত। ইবনে বাজ রহি. এক প্রশ্নের জবাবে বলেছেন, ৮০ কিলোমিটারের মত। আর মাইলের হিসাবে ৪৮ মাইল। দেখুন, http://www.binbaz.org.sa/fatawa/1265 একটি হাদীসে সূলুল্লাহ সা. বলেছেন তিনি বলেছেন, يَا أَهْلَ مَكَّةَ لاَ تَقْصُرُوا الصَّلاَةَ فِي أَدْنَى مِنْ أَرْبَعَةِ بُرُدٍ হে মক্কাবাসীগণ তোমরা চার বুরদের কমে কসর করবে না। সুনানু দারে কুতনী, হাদীস নং ১৪৪৭। তবে হাদীসটির সনদে সমস্যা আছে। সর্বোচ্চ কতদিন পর্যন্ত কসর নামাজ পড়া যাবে এই বিষয়ে স্পষ্ট কোন হাদীস না থাকায় আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। বিভিন্ন হাদীসের ব্যখ্যা করে তারা একাধিক মত পোষন করেছেন। ইমাম আবু হানীফা রহ. এর মতে ১৫ কিংবা তার চেয়ে কম দিনের কম নিয়ত করলে কসর করা যাবে। আর ১৫ দিনের বেশী নিয়ত করলে আদৌ কসর করা যাবে না। ইমাম শাফেয়ী, মালেক রহ.সহ অনেকে বলেছেন ৪দিন অথবা তার কম নিয়ত করলে কসর করবে বেশী হলে আদৌ কসর করবে না। বিস্তারিত জানতে দেখুন মারকাযুল ফাতাওয়া, ফাতাওয়া নং ৬২১৫ এবং এই ঠিকানায় http://www.binbaz.org.sa/fatawa/1265 ২। রুকুতে দৃষ্টি কোথায় রাখবে সে বিষয়ে হাদীসে স্পষ্ট কিছু নেই। তবে কয়েকজন তাবেয়ী থেকে বর্ণিত আছে তারা সাজদার স্থানে রাখতে বলছেন। এবং ফকীহগণ এমনই মত দিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ৬৫৬২, ৬৫৬৩ এবং ৬৫৬৪। তাশাহুদুর সময় যে হাত দ্বরা ইশারা করা হয় সেই হাতের দিকে নজর রাখবে। রাসূলুল্লাহ সা. এমন করতেন বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। হাদীসটির মূল পাঠ হলো عن عامر بن عبد الله بن الزبير عن أبيه : أن رسول الله صلى الله عليه و سلم كان إذا قعد في التشهد وضع كفه اليسرى على فخذه اليسرى وأشار بالسبابة لا يجاوز بصره إشارته সুনানু নাসায়ী, হাদীস নং ১২৭৫, হাদীসটি সহীহ।