আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1926

নামায

প্রকাশকাল: 9 মে 2011

প্রশ্ন

আসসালামুলাইকুম, ঈশার সলাত দেরি করে পড়া কি ভাল?কারণ বুখারী শরীফের ৫৭১ নং হাদিস (তাওহীদ প্রকাশনী) পড়ে আমার মনেহইছে দেরিতে ঈসার সলাত আদায় করা ভাল । কিন্তু অনেকে বলে না । এই হাদিসের সঠিক দিক টা কি তাহলে?
পুরুষেরা জামাতে সলাত পড়তে যায় কিন্তু মেয়েরা সাধারনত ঘরেই সলাত আদায় করে । এক্ষেত্রে মেয়েরা চাইলে এই হাদিসের উপর চলতে পারে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, ইশার সালাত দেরী করে পড়া মুস্তাহাব। তবে পুরুষের জন্য জামাতে সালাত আদায় করা জরুরী। তাই মসজিদে যখন জামাত হবে পুরুষেরা মসজিদে যাবেন আর মেয়েরা দেরী করে পড়তে পারেন।