আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1921

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 মে 2011

প্রশ্ন

আমার আলাদা থাকার কোন ইচ্ছাই নেই, কিন্তু আমার মা ও আমার স্ত্রীর মধ্যে সমঝতা করার অনেক চেষ্টা করে আমি কোন সমাধান করতে পারি নি। অতি সামান্য জিনিস নিয়া দুই জনের মধ্যে ঝগড়া হয়, আমি এখন কি করব?
আমি আমার মা কে বলেছি যে, আমার স্ত্রীর কাজ যদি আপনার পছন্দ না হয় তবে (ঘরের কাজের জন্য বুয়া আছে, তারপরেও) আমি ঘরের সব কাজ করব, তাও আমার মা মেনেনিতে পারছেন না। অন্যদিকে আমার স্ত্রী এইসব ঘটনার পর আর একসাথে থাকতে চাচ্ছেনা। উল্লেখ্য আমার মা বলেছে আমার শ্বশুর-শাশুড়ি কে এসে তাদের মেয়ের বিচার করতে, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি অপমান হওার আশংকায় আমাদের বাড়িতে আসতে চাচ্ছেন না। আমার ৯মাসের একটি পুত্র সন্তান আছে
এই পরিস্থিতিতে স্ত্রীকে নিয়ে বাবা-মার থেকে আলাদা থাকা জায়েজ কি?
আমি কি করব, খুব মানসিক যন্ত্রণায় আছি, এই চিন্তায় আমার কর্ম জীবন প্রায় ধ্বংসের পথে, একটু তারাতারি জানাবেন প্লিজ?
“””””

উত্তর

আপনার প্রশ্ন থেকে বুঝা যাচ্চে আপনার মা একটু বেশী করছে। এ অবস্থায় আপনি তাদের প্রতি পূর্ণ সম্মান ও মর্যাদা বজায় রেখে তাদের প্রতি আপনার সকল দায়িত্ব পালন করে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে পারেন। এটা আপনার স্ত্রীর অধিকার। প্রয়োজনে 01734717299