আসসালামু আলাইকুম… আমার ২ টা প্রশ্ন আছে… ১) আমার বয়স ২১… আমি যদি আমার নাম পরিবর্তন করতে চাই তাহলে আমাকে শরীয়াহ অনুযায়ী কি কি করতে হবে? ২) বুকের লোম ছেঁছে ফেলা কি গুনাহ এর কাজ? বড়দের বলতে শুনেছি গুনাহ হবে…
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। শরীয়াহ অনুযায়ী কিছু্ করতে হবে না। দেশীয় আইন অনুযায়ী অনেক কিছুই করতে হবে। বিনা প্রয়োজনে দরকার নেই। ২। অযথা বুকের লোম কেন কাটবেন বোধগম্য নয়। এটা তো বেহুদা কাজ। এর থেকে বিরত থাকা উচিত।