আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1907

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 এপ্রিল 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ… Washing Machine এ কোন নাপাক কাপড় ধোয়ার পর যদি পাক কাপড় ধুতে চাই, তবে কি উপায়ে washing mechine পরিষ্কার করতে হবে? অথবা আদৌও washing machine পরিষ্কার করতে হবে কিনা? আপনার নিশ্চয় জানা আছে যে, Washing Machine এ কাপড় ধোয়া শেষ হলে কাপড় ভেজা থাকেনা, কিন্তু ড্রামের গায়ে ভিতরের দিকে ফোটা ফোটা পানি লেগে থাকে। কি করণীয় জানালে উপকৃত হবো ইনশাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ওয়াশিং মেশিন অপবিত্র হবে না। সুতরাং পরিস্কার বা পবিত্র করতে হবে না।