আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1906

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 এপ্রিল 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জ্বী, আমাদের হানাফী মাযহাবের অনেক আলেম বলেন যে আহলে হাদীস রা ইংরেজ আমলে তৈরী হয়েছে, এই কথাটির কি কোনো ভিত্তি আছে? আর কেউ যদি হানাফী থেকে আহলে হাদিস হয়, তাহলে সে পথ ভ্রষ্ট বলে গণ্য হবে? দয়া করে এই প্রশ্নগুলির উত্তর দেবেন। জাযাকাল্লাহু খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কে কখন তৈরী হলো এটা অযথা তর্ক। দেখতে হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী কথা হচ্ছে কি না। তবে আহলে হাদীস বর্তমানে যে ফিকহী মাজহাবে রুপ নিয়েছে তার শুরু খুব বেশী দিন নয়। কিন্তু প্রাচীন কাল থেকে অধিকাংশ আলেম প্রসিদ্ধ চার মাজহারেব কোন একটির অন্তভূক্ত থাকার পরও একদল আলেম প্রসিদ্ধ চারমাজহাবের কোনটির ভিতর ছিলেন না।কোন একটি ফিকহী মাজহাব বাদ দিয়ে অন্য একটি গ্রহণ করলে কেও ভ্রান্ত হয় না।