আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1902

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 এপ্রিল 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ধূমপান করলে অযু ভেঙ্গে যাবে কি না? ধূমপান করে নামায পড়া যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ধুমপান করলে ওযু ভাঙলে তো সমস্যা ছিল না ওযু করে নিলেই হতো। ধুমপান একটি যঘন্য হারাম কাজ, বড় গুনাহের কাজ। সুতরাং প্রত্যেক মূমিনের উচিত ধুমপান থেকে বিরত থাকা। তবে ওযু ভাঙে না।