আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 190

নামায

প্রকাশকাল: 7 আগস্ট 2006

প্রশ্ন

আমি খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির শায়েখ এর অনেক বই পড়েছি। আমার প্রশ্ন পুরুষ ও মহিলাদের নামাজে কি কি পার্থক্য আছে? বিশেষ করে রুকু ও সিজদাহ ও বৈঠকের ক্ষেত্রে। দলিল্ভিত্তিক জানতে পারলে উপক্রিত হব। রাহে বেলায়েত বইটিতে খুজেছি কিন্তু পাইনি। সারের নামাজ বিষয়ে কোন বই আছে কি?

উত্তর

পুরুষ ও মহিলাদের নামাযের বিষয়ে২৮নং প্রশ্নের উত্তরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দয়া করে সেটি দেখুন। শুধু নামায বিষয়ে শায়েখের কোন বই নেই, তবে রাহে বেলায়াত বইয়ে নামায সম্পর্কে একটি আলাদা অধ্যায় আছে। এছাড়া আলফিকহুল আকবারসহ কয়েকটি বইয়ে নামায বিষয়ে বিক্ষিপ্ত কিছু আলোচনা আছে।