আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1883

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম জী, আমার প্রশ্ন হল ১- নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক বা নবী পাক বলা যাবে কি? ২- কোন মানুষকে হুজুর বা হযরত বলা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক বা নবী পাক সাহাবীগণ রা. বলেন নি। সুতরাং এমনটি না বলাই ভাল। ২। জ্বি, বলা যাবে। এটা সম্মানার্থে বলা হয়।