আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1882

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 মার্চ 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম! বাংলাদেশের ঈদের আগের দিন আমাদের এখানে ঈদ হয়। কিন্তু আমি সবসময় দেশে কুরবানি দেই। কারন দেশে অনেক গরিব মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, তাই বন্টন সঠিক হয়। আর এখানে তো খুঁজলেও গরিব মানুষ পাওয়া যায় না। সেক্ষেত্রে কুরবানি আর রোজা রাখতে চাইলে কি নিয়মে রাখতে হবে? তাছাড়া দেশে এবং এখানে টাইম — সমস্যা আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেখানে আছেন সেখানকার আমলগুলো সেখানকার তারিখ অনুযায়ী করবেন। যেমন, আরাফার রোজা সেখানকার ৯জিলহজ্জ রাখবেন। আর আপনার কুরবানী যেখানে হবে সেখানে সেখানকার তারিখ অনুযায়ী কুরবানী হবে। টেনশনের কোন কারণ নেই। সবই স্বাভাবিক নিয়মে হবে।