আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1880

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হুজুর আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের একটি গজল আছে— তাওহীদেরই মুর্শিদ আমার—– নিশ্চয় আপনি শুনেছেন এটার মধ্যে আপনের কি মনে হয় কোর শিরকী কথা বা বাড়াবাড়ি কথা আছে এবং পাকিস্তানের একতা গজল —মেই কাবার আন্ধেরি পে —-
এই গজল ২ টিা কি গাওয়া যাবে? আমাদের জাতীয় সংগিত গাওয়া নাকি শিরক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাওহীদেরী মুরশিদ আমার মুহাম্মাদের নাম। আমি একজনকে দেখেছি। সে বলছে তাওহীদের মুরশিদ মুহাম্মাদ নয় আল্লাহ তায়ালা। তার এই কথা সঠিক নয়। মুরশিদ অর্থ পথ প্রদর্শন করা। আর আল্লাহর রাসূল তো মানুষকে সঠিক পতে পথ প্রদর্শন করেছে। আর উর্দু গানটি আমি বুঝতে পারছি না বলে মন্তব্য করতে অক্ষম।