আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1861

নামায

প্রকাশকাল: 5 মার্চ 2011

প্রশ্ন

যদি ঘুমের কারণে ফজরের সালাতের সময় উঠার পর দেখি সূর্যোদয়ের সময় তখন, তাহলে কি সূর্যোদয় শেষ হওয়ার পর কাযা আদায় করবো, নাকি সূর্যোদয় চলাকালীন সময়েই আদায় করবো?

উত্তর

এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেউ কেউ বলেন, ঐ সময়েই পড়বে। আবার কেউ কেউ বলেন, সূর্য উঠার পর পড়বে। হাদীসের কারণেই এই মতভেদ সৃষ্টি হয়েছে।