আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1857

ঈদ কুরবানী

প্রকাশকাল: 1 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি প্রতিবছরই আমাদের কুরবানির পশু আমি নিজেই জবাই করি, কিন্তু এ বছর আমার বিবি pregnent সে কথা থেকে শুনছে এ অবস্থায় যাতে আমি কোন কিছু জবাই না করি, এ কথার স ত্য কত টুকু? দয়া করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রী যা শুনেছে তা আদৌ সত্য নয়। আপনি জবাই করতে পারেন, কোন সমস্যা নেই।