আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1848

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 ফেব্রু. 2011

প্রশ্ন

কুরবানি বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার স্বামী চাকুরী করে এবং আমিও চাকুরী করি এক্ষেত্রে আমার স্বামী ও আমার পক্ষ থেকে কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে?
আমরা এতদিন দেখে এসেছি যে গরু কুরবানির ক্ষেত্রে ৭ ভাগ দেয়া হয় ৭ জনের পক্ষ থেকে — এটা সহিহ কিনা। এক বাড়ীর ৬ ভাই যদি আয়-উপার্জন করে এবং তাদের যদি আলাদা আলাদা সংসার থাকে সেক্ষেত্রে তাদের কোরবাণী কি নিয়মে হবে? প্রত্যেকে আলাদা আলাদা ভাগ দিবে নাকি সকলে একত্রে টাকা দিয়ে একসাথে কুরবানি দিবে?

উত্তর

আপনি যদি কুরবানীর নেসাব পরিমান সম্পদের মালিক হন তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব। আপনার স্বামীকেউ কুরাবনী দিতে হবে, আপনাকেও দিতে হবে। বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উটে ৭ জন কুরবানী দেয়া যায়, এটা সহীহ এবং সঠিক কথা। উম্মতের কর্মধারা এর উপরই শত শত বছর চলে আসছে। বেশ কিছু সহীহ হাদীসে এই কথা বলা আছে। প্রত্যেকের উপরই কুরবানী ওয়াজিব। গরু হলে এক গরুতে সবাই ভাগি হতে পারে, সমস্যা নেই।