আসসালামুয়ালাইকুম। আমাকে এক ভাই অনুরুধ করছে আপনাদের কাছে নীচের প্রশ্নগুলি করতে। প্রশ্নগুলি হোলঃ
১। স্বামী ইনকাম করে এবং নিয়মিত কোরবানী করে। স্ত্রী কোন চাকুরী করে না, গৃহিণী। তাহলে স্ত্রী উপর কোরবানী করা কি ওয়াজিব/সুন্নতে মুয়াক্কাদা? উল্লেখ্য যে স্বামীর আর্থিক অবস্থা এমন যে ইচ্ছে করলে স্ত্রীর কোরবানীর খরচ স্বামী যোগাড় করতে পারবে। ২। ভাই এর আর্থিক অবস্থা এখন ভালো নয়, তাই এই বছর কোরবানী দিবেনা কিন্তু আগে নিয়মিত কোরবানী দিত। এই অবস্থায় নিজের স্ত্রীর নামে কোরবানী না দিয়ে ভাই এর নামে কোরবানী দেওয়া কি উত্তম হবে?