আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1837

নামায

প্রকাশকাল: 9 ফেব্রু. 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম । আমরা জানি আরবি মীম ও নূন হরফটির উপর তাশদিদ থাকলে গুন্নাহ করা ওয়াজিব । (1.)এখন নামাজের তিলাওয়াতে এই ওয়াজিব টি ছুটে গেলে কী সাহু সিজদাহ ওয়াজিব? (2.) নামাজে কোরআন তিলাওয়াত ব্যাতিত অন্য ক. ওয়াজিব স্থানে যেমন তাশাহুদ এবং খ. সুন্নাত স্হানে যেমন দরুদ ও দোয়া মাসূরা ইত্যাদি স্হানে এই ওয়াজিব গুন্নাহ ছেড়ে দিলে কী সাহু সিজদাহ দিতে হবে? হলে অতীতে যেসব নামাজে এই ভূলগুলো ছিল সেসব নামাজের কী হবে?(1 নং ও 2নংএর জন্য পৃথকভাবে ) । (3.) ক.ইচ্ছে করে অথবা খ.কোন জরুরি কারনে নামাজে তাশাহুদের পর দরুদ ও দোয়া মাসূরা না পড়লে কী নামাজ নষ্ট হয়ে যাবে? অতীতে কিছু নামাজে এমন করলে এখন করনীয় কী? বেশি প্রশ্ন করার জন্য দুঃখিত । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়াজিব গুন্নাহ ছাড়ার কারণে সাজদায়ে সাহু দিতে হবে না। দরুর ও দুআ মাসূরা পড়া সুন্নাত। সুতরাং ইচ্ছায় বা অনিচ্ছায় দরুদ ও দুআ মাসূরা ছাড়লে নামাযের কোন ক্ষতি হবে না।