আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 183

বিবাহ-তালাক

প্রকাশকাল: 31 জুলাই 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই, আমার প্রশ্ন ২ টি প্রাথমঃ আমি কি আমার খালত বোনের মেয়ে কে বিয়ে করতে পারবো? দ্বিতীয়ঃ ইসলামে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের পাশাপাশি সন্তানের মতামতেরও গুরুত্ব দেয়া হয়েছে। যদি কোন পুরুষ এবং মহিলা সব দিয়েই বিয়ের উপযুক্ত হয়। আর সেই পুরুষ যদি কোন পছন্দের মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেটা যদি প্রত্যাখ্যাত হয়। তখন কি করণীয় যখন বাবা মা মেয়েকে জোরপূর্বক অন্যথায় তার ইচ্ছার বিরুদ্ধ এ বিয়ে দিয়ে দিতে চায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, খালাতো বোনের মেয়েকে বিবাহ করা যাব। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে কিছু করার নেই। বিবাহের ক্ষেত্রে পিতা-মাতার উচিৎ ছেলে-মেয়েদের মতামতকে গুরুত্ব দেয়া আর ছেলে-মেয়েদেরকেও মনে রাখতে হবে তারা যেন ছোট-খাটো কারণে পিতা-মাতার অবাধ্য না হন। অনেক সময় বয়স কম হওয়া কিংবা অনভিজ্ঞতা ইত্যদির কারণে ছেলে-মেয়েরা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা তার ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়ায়। আর পিতা-মাতা সর্বদা সন্তানের কল্যান চান, তাদের অভিজ্ঞতাও বেশী থাকে ফলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা সঠিক ও কল্যানকর সিদ্ধান্তই নিয়ে থাকেন। তাই পিতা-মাতার সিদ্ধান্ত মেনে নেয়াই শ্রেয়।