আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1826

আদব আখলাক

প্রকাশকাল: 29 জানু. 2011

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, জনাব, আমার প্রশ্ন হচ্ছে, কেমন করে হস্ত মৈথুন থেকে বিরত থাকবো। এটা একটা কঠিন কাজ আমার কাছে। এটার শাস্তি ও বিরত থাকার উপায়সমুহ বলে দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহকে ভয় করা, জাহান্নামকে ভয় করাই পাপ ছেড়ে দেয়ার প্রথম উপায়। সকল আলেমের নিকট এটা জঘন্য পাপ। পাপের শাস্তি আল্লাহ জাহান্নামে দিবেন। সুতরাং আপনি প্রথমত আল্লাহকে যথাযথ ভয় করুন। দ্বিতীয়ত যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করে নিন। এছাড়া রোজা রাখার পরামর্শ দিয়েছে রাসূলুল্লাহ সা.। বাজার একটা বই পাওয়া যাচ্চে, যার নাম হে আমার ছেলে মূল লেখক ড. আলী তানতাবী। আপনি উক্ত বইটি পড়লে আপনার অনেক উপকার হবে বলে মনে করছি।