আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে যখন বাহিরে যাই তখন অনেককেই দেখি জেনে বা না জেনে কিছু ভুল করছে । যেমন কোন পুরুষ লোক মাটি সেছড়িয়ে লুঙ্গি বা প্যান্ট পরেছে বা অন্য কোন কিছু । তখন আমি আমার স্বামী কে বলি লোকটাকে হাদিস দ্বারা সাবধান করেন । কিন্তু আমার স্বামী তা করে না। তখন আমি বলি যে, আমি লোকটাকে সাবধান করি তাও সে অনুমতি দেয় না। তাই আমিও কিছু বলি না। স্বামী নিষেধ করা পরেও যদি কাউকে সাবধান করি তা কি জায়েজ হবে?