আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1821

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 24 জানু. 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল পেশাব থেকে পবিত্রতা বিষয়ে। আমি যখন পেশাব শেষ করি এর পর অনেক্ষন অপেক্ষা করি কারন সম্পূর্ণ পবিত্র যেন হওয়া যায়। কিন্তু তারপরও দেখা যায় কিছু ফোটা ফোটা আসে। আবার দেখা যায় একটু পর বন্ধ হয়ে যায়। আবার আসে। আই অবস্থায় আমি যদি পেশাব ধুয়ে চলে আসি আর আর পর যদি আমার অন্তর্বাসে পেশাব লেগে যায় ওই ক্ষেত্রে আমি সালাত আদায়ের আগে কি করতে পারি(কারন আমি যখন অফিস থাকি আবার কাপড় বদলানো সম্ভব নয়) দয়া করে জানাবেন? আমি খুব দিধার মধ্যে থাকি। আমার কোন পেশাব সংক্রান্ত রোগ নেই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি রোগ না থাকে তাহলে পেশার করে উঠে আসার পর ফোটা ফোটা আসে কিভাবে? যদি রোগ না হয় তাহলে এটা আপনার মানসিক সমস্যা।এক্ষেত্রে করণীয় হলো পেশাবের পর পানি ব্যবহার করে অন্তর্বাসের উপর একটু পানি ছিটিয়ে দেয়া যাতে পেশাব কয়েক ফোটা আবার বের হয়েছে এরক ওয়াসওয়াসা না আসে। তবে যদি নিশ্চিত হন যে, পেশাব কাপড়ে লেগেছে তাহলে ঐ অংশটুকু ধুয়ে নিলেই নামায হয়ে যাবে।