আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল পেশাব থেকে পবিত্রতা বিষয়ে। আমি যখন পেশাব শেষ করি এর পর অনেক্ষন অপেক্ষা করি কারন সম্পূর্ণ পবিত্র যেন হওয়া যায়। কিন্তু তারপরও দেখা যায় কিছু ফোটা ফোটা আসে। আবার দেখা যায় একটু পর বন্ধ হয়ে যায়। আবার আসে। আই অবস্থায় আমি যদি পেশাব ধুয়ে চলে আসি আর আর পর যদি আমার অন্তর্বাসে পেশাব লেগে যায় ওই ক্ষেত্রে আমি সালাত আদায়ের আগে কি করতে পারি(কারন আমি যখন অফিস থাকি আবার কাপড় বদলানো সম্ভব নয়) দয়া করে জানাবেন? আমি খুব দিধার মধ্যে থাকি। আমার কোন পেশাব সংক্রান্ত রোগ নেই।