আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1813

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 জানু. 2011

প্রশ্ন

যে সকল লোক সুদে জর্জরিত হয়ে গেছে কিন্তু সুদ থেকে মুক্ত হতে পারছেনা। তাদের তেমন সম্পদও নাই যে ঋণ পরিশোধ করবে। এখন তারা কিভাবে ঋণ ও সুদ থেকে মুক্তি পাবে। কোন রকম সংসার খরচ চালাতেও নতুন করে ঋণ নিতে হচ্ছে। মোট কথা ঋণের দুষ্ট চক্রে আটকা পড়ে গেছে। মুক্তির উপায় জানা থাকলে জানিয়ে উপকৃত করবেন। আমিন!

উত্তর

যারা ঋন নেয় তাদের একটা অভ্যাস হয়ে যায় সব সময় ঋন নেয়া। প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে। সুতরাং ঋন থেকে বাঁচতে হলে প্রথমে এই মানসিকতা বদলাতে হবে। সংসারের স্বাভাবিক খরচ মিটাতে এখন আর আগের দিনের মত কষ্ট হওয়ার কথা নয়। কারণ এখন মানুষের সামনে ছোট-বড় অনেক কাজ, সহজেই সেই কাজ পেতে পারে। সুতরাং স্বাভাবিক খরচের ক্ষেত্রে ঋন নেয়া বাদ দিতে হবে। আর যে ঋন নেয়া হয়েছে সে ঋন অল্প অল্প করে পরিষোধের ব্যবস্থা করতে হবে। সুদ দিবে না, বলবে মূল টাকাটা দিতে পারবো, সুদ দিতে পারবো ন। এতে টাকা যিনি পাবেন তিনি রাগান্বিত হবেন বটে তবে তার টাকার স্বার্থে ঋন গ্রহীতার কোন ক্ষতি করবে না। সর্বাবস্থায় ঋন মুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে দুআ করতে হবে।