সুরা বাকারার ২৫৫ নং আয়াতের মাঝের অংশে বলা হয়েছে কে আছ এমন, যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? মাআরেফুল কোরআনের তাফসিরে বলা হয়েছে তবে আল্লাহর কিছু খাস বান্দা আছেন, যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন, অন্যথায় নয়। এর পর রাসুল (সাঃ) এর সর্বপ্রথম সুপারিশ এর ব্যাপারে বলা হয়েছে। – এই কিছু খাস বান্দা তা করতে পারবেন সম্পর্কে জানতে চাই। তারা কারা হতে পারে? এতে কি বায়াত হওয়া / কোন ব্যাক্তি ওছিলা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে?