আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1802

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 জানু. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই আমি কিছুদিন পর বিয়ে করব ভাবছি তাই এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা দরকার। ১। স্বামী-স্ত্রী রাতে একসাথে নফল নামাজ পড়া যাবে কিনা? এবং ফরজ নামাজও। ২। শশুর এর কাছে কিছু দাবী করলে সেটাকে যৌতুক বলে কিন্তু শশুর যদি স্বেচ্ছাই কিছু দিতে চাই তবে তার মাসয়ালা কি?
৩। শুনেছি জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি ইসলামে হারাম তবে সন্তান বিরতির ইসলামী বিধান কি?
৪। বাসর ঘরে এমন কোনো দোয়া বা আমল আছে কি? যা করলে কোনদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবে না ও শয়তান ধোকা দিতে পারবেনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পাশাপাশি দাঁড়িয়ে জামাত করা যাবে না। স্ত্রী পিছনে দাঁড়ালে সমস্যা নেই। নফল-ফরজ একই হুকুম। তবে পুরুষেরা মসজিদে আর মেয়েরা বাড়িতে নামায পড়বে এটাই সুন্নাত। ২।স্বেচ্ছাই কিছু দিলে সমস্যা নেই। ৩। স্থায়ী পদ্ধতি করলে হারাম হবে। প্রয়োজনে স্বাময়ীক কোন পদ্ধতি গ্রহন করলে সমস্যা নেই। ৪। রাহে বেলায়াত গ্রন্থে এসব দুআ ও যিকির বিস্তারিত আছে। আপনি বইটি সংগ্রহ করে পড়ুন।