আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1801

ঈদ কুরবানী

প্রকাশকাল: 4 জানু. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১। যদি কোন আত্মীয় বা প্রতিবেশী কুরবানি দিয়েছেন তাহলে কি উনাকে আমাদের কুরবানীর গোস্ত দেয়া যাবে কি? না দিলে কি কোন সমস্যা হবে কি?
২। আমাদের এক আত্মীয় গত কয়েক বছর ধরে আমাদের কুরবানীর গোস্ত নেয় (ক্ষোভের কারনে) না কিন্তু আমরা গোস্ত দিয়ে আসি কিন্তু উনারা ফিরত দেয়। এখন আমাদের করণীয় কি? গোস্ত কি দিবো না দিব না?
৩। কুরবানীর গোস্ত কতদিন রেখে আমরা খেতে পারব?
৪। কুরবানীর গোস্ত কোন অমুসলিম প্রতিবেশী কে বা কোন অমুসলিমকে দেয়া জায়েজ কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কুরবানী দেয় তাকেও কুরাবনীর গোশত দেয়া যায়। না দিলে সমস্যা হবে কেন? ২। আপনাদের ইচ্ছা। আপনারা আপনাদের সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। ৩। যত দিন খুশি কুরবানীর গোশত ততদিন রাখা যাবে। ৪। অমুসলিম প্রতিবেশীকেও কুরবানীর গোশত দেয়া যা। সুনানু তিরমিযী, হাদীস নং ১৯৪৩।