ওয়া আলাইকুমুস সালাম। নামাযের মধ্যে ভুলক্রমে কোন ওয়াজিব বাদ গেলে, কোন কাজ আগে-পিছে হয়ে গেলে সাহু সিজদা দিতে হয়। আমাদের সমাজে যে পদ্ধতিতে সাহু সিজদা করা হয় তা সঠিক। হাদীসে অন্য পদ্ধতিও পাওয়া যায়। বিস্তারিত দলীলসহ জানতে আমাদের দেয়া 1293 নং প্রশ্নের উত্তর দেখুন।