আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1790

যিকির দুআ আমল

প্রকাশকাল: 24 ডিসে. 2010

প্রশ্ন

আমি একটি দুয়া পড়ি, যা ১০০ শত ভাগ কারযকর আল্লাহর আশেষ রহমতে, যা ব্যথার দুয়া, ( আউজউবিল্লাহি উয়া কুদ্রাতিহি মিন শার রী মা আজিদু …………। , ) এ ছাড়া আমি আরও কিছু দুয়া শিখতে চাই, যা কোরআন হাদিসে আছে, ১০০ ভাগ অথেন টিক। আমাকে কিছু রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার দুয়া বলুন (কিডনি রোগ, হার্ট, প্রেসার),
বিশেষ করে একজিমা থেকে মুক্ত হওয়ার দুয়া বলুন।

উত্তর

আপনি নিচের দুআগুলো পড়তে পারেন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى সহীহ মুসলিম, হাদীস নং ৭০২৫। এই দুআটি দুই সাজদার মাঝখানে এবং অন্যান্য সময় পাঠ করবেন। ৭০২৫ اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمً সহীহ বুখারী, হাদীস নং ৫৭৪৩। বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি।