আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1785

নামায

প্রকাশকাল: 19 ডিসে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমার প্রশ্ন হচ্ছে অসুস্থ হওয়ার কারণে কেউ যদি একেবারেই সলাত আদায় না করতে পারে সে কি গুনাহগার হবে যখন সে ৫ ওয়াক্ত আদায় করবে বলে ওয়াদাবদ্ধ..?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অসুস্থ হলেই সালাত ছাড়া যাবে না। শুয়ে পড়ে ইশারাতে হলেও নামায পড়তে হবে। তবে এটাও যদি সম্ভব না হয় তাহলে কেবল তার নামায মাফ।