আসসালামু আলাইকুম… আমি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি… কিন্তু কখনো কখনো আমাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হয়… কখনো ৬ ঘন্টা, কখনো বা ১০ ঘন্টা বা তারও বেশি সময় লাগে … এর মাঝে সময়মতো সালাত আদায় করা সম্ভব হয়ে উঠেনা… তাই মুসাফির কিভাবে এই সালাত আদায় করবে হোক ফজর,যোহর,আসর,মাগরিব বা এশার ক্ষেত্রে অর্থাৎ কোন সালাত কয় রাকাত পড়ব কখন পড়বো? বাড়ি থেকে বের হওয়ার আগে নাকি পরে? মুসাফিরের সালাতকে সম্ভবত কসরের সালাত বলা হয়…