আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1776

নামায

প্রকাশকাল: 10 ডিসে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি… কিন্তু কখনো কখনো আমাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হয়… কখনো ৬ ঘন্টা, কখনো বা ১০ ঘন্টা বা তারও বেশি সময় লাগে … এর মাঝে সময়মতো সালাত আদায় করা সম্ভব হয়ে উঠেনা… তাই মুসাফির কিভাবে এই সালাত আদায় করবে হোক ফজর,যোহর,আসর,মাগরিব বা এশার ক্ষেত্রে অর্থাৎ কোন সালাত কয় রাকাত পড়ব কখন পড়বো? বাড়ি থেকে বের হওয়ার আগে নাকি পরে? মুসাফিরের সালাতকে সম্ভবত কসরের সালাত বলা হয়…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রতিটি সালাত তার ওয়াক্ত অনুযায়ী সময়মত আদায় করবেন। মাগরিবের সালাত ৩ রাকআত আর অন্যান্য সালাতগুলো ২ রাকআত আদায় করবেন। সালতের সময় দুয়েক মিনিট নয়। ঘন্টার উপরে। সুতরাং আপনি চেষ্টা করলে এর ভিতরে সালাত আদায় করে নিতে পারবেন। কোন কারণে না পারলে পরে পড়ে নিবেন। সেক্ষেত্রে আপনাকে কসরই করতে হবে।