আসসালামু আলাইকুম… আমার প্রশ্ন হলো,জান্নাতে অনেক মানুষই যাবে…নবী-রাসূলরাও যাবে… তবে সকলের মর্যাদা সমান হবেনা… কেউ উপরের স্তরে, কেউ নিচের স্তরে থাকবে… উপরের স্তরে জায়গা পাওয়ার জন্য যেকোনো মানুষের জন্য কোনো স্পেশাল করণীয় বা আমল আছে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ফরজ দায়িত্বগুলো যথাযথ পালন আবশ্যক, হারাম এবং সন্দেহযুক্ত প্রতিটি বিষয় থেকে বিরত থাকতে হবে। এটা হলেপ জান্নাতে যাওয়ার পথ। এর বাইরে নফল ইবাদাত এবং অন্যান্য ভাল কাজ যে যত করবে তার মর্যাদা তত হবে।