আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1767

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 ডিসে. 2010

প্রশ্ন

আমার দাড়ি রাখার পূর্ন ইচ্ছে আছে। জানি যে, দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু আমার পরিবার নানা অজুহাতে আমাকে দাড়ি রাখতে নিষেধ করে। তাই বাধ্য হয়ে দাড়ি রাখতে পারছিনা । আমার এতে খুবই ভয় হয় কারন রসুল স. এর আদেশ অমান্য করছি। তাই, আমার ইচ্ছে হলো, কিছুদিন পরে (বর্তমানে একটু চাপের মুখে আছি) সময়টা ভালো হলে, তাদেরকে বুঝিয়ে বলে তারপর দাড়ি রাখবো। আমার প্রশ্ন হলো, শরীয়াতের বিধানের বিপরীতে আপাতত আমার পরিবারের কথা মানার কারনে কী আমার শিরক হোচ্ছে? আমি কি মুশরিক হয়ে যাবো? উল্লখ্য, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহর বিধান সত্য ও আমার পরিবারের আদেশ নিতান্তই অজ্ঞতার ফল ও ভ্রান্তি ।

উত্তর

শিরক হচ্ছে না তবে রাসূলুল্লাহ সা. এর নির্দেশ অমান্য হওয়া তো ছোট কিছু না।