আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1765

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 নভে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ছেলেদের গুপ্তাঙ্গ পরিষ্কারের সুন্নতি বিধান কি? বর্তমান বাজারে প্রচলিত লোম দূরীকরণ ক্রিম (যেমনঃ Veet for Men) ব্যবহার করে ছেলেদের গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা কি ইসলাম সম্মত? বিশেষকরে যাদের শরীরে লোমের পরিমাণ বেশি। আর পায়ুপথের আশেপাশের লোমগুলো ব্লেড দিয়ে কাঁটাও অনেক কষ্টকর। উত্তর জানালে উপকৃত হব। যাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন পরিস্কার করলেই হবে। ব্লেড বা ক্রিম কোনটিতে সমস্যা নেই।