আসসালামুয়ালাইকুম। আমার মেয়ের বয়স ৬ মাস, বুকের দুধ এর পাশাপাশি অন্যান্ন হাল্কা খাবার খায়, সে কিছুক্ষণ পর পর প্রসাব বা পায়খানা করে আমার জামা কাপড় নষ্ট করে দেয় ….. নামাজের জন্য কি কাপড় পরিবর্তন কর্তে হবে নাকি পরিষ্কার করে নিলেই হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সঠিক নিয়মে নাপাকী পরিষ্কার করে নিলে নামাযের কোন অসুবিধা হবে না। তবে সতর্কতা হিসেবে নামাযের সময় নতুন একটা পোশাক পরে নামায পড়া ভাল।