আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1743

নামায

প্রকাশকাল: 7 নভে. 2010

প্রশ্ন

আস-সালামু ওআলাইকুম। আজ জুম্মার দিন আমাকে ২০০ কিমি দূরে গিয়ে জুম্মার সালাত আদায় করতে হল। যাতায়াতে ১৬ ঘন্টা সময় লাগবে। ইনশাআল্লাহ প্রশ্ন :জুম্মার সালাত কত রাকাত পড়তে। অন্যান্য ওয়াক্তের সালাত ও কত রাকাত পড়তে হবে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ সালাতগুলো আদায় করবেন। সাথে সাথে ফজরের ফরজের আগে দুই রাকআত, যোহরের আগে দুই বা চার রাকআত, মাগরিবের পরে দুই রাকআত এবং এশার পরে দুই রাকআত সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ । বিতর সালাত অবশ্যই আদায় করবেন। এর বাইরে অতিরিক্ত সুন্নাত সালাত আপনি আদায় করতে পারেন। জুমুআর ফরজের পূর্বে দুই বা চার বা তার চেয়ে বেশী রাকআত আপনি আদায় করতে পারেন। পরেও পূর্বের মত আদায় করতে পারেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0338 নং প্রশ্নের ।