আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1742

সুন্নাত

প্রকাশকাল: 6 নভে. 2010

প্রশ্ন

১। সুন্নাত গোসল এবং সুন্নাত অজু করার নিয়ম সহি হাদিস এর রেফারেন্স সহ জানালে উপকৃত হবো? ২। নাভির নিচে প্যান্ট পরা, কিন্তু উপরে গেঙ্গি, শার্ট, পাঞ্জাবী পড়া থাকলে নামাজের কোন সমস্যা হবে কি?
এই বিষয় গুলো নিয়ে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. স্যার এর অডিও, ভিডিও ওয়াজ অথবা কোন বই এর নাম থাকলে ডাউনলোড লিঙ্ক অথবা বইয়ের নাম জানালে উপকৃত হবো।

উত্তর

গোসল করার সুন্নাত সম্মত পদ্ধতি বিভিন্ন হাদীসে থেকে জানা যায়। প্রথমে হাত ভাল করে ধুয়ে লজ্জাস্থান ধৌত করতে হবে। এরপর ওজু করে গোসল করতে হবে। গোসলের স্থানে পানি জমে গেলে গোসল শেষে দূরে সরে গিয়ে পা ধৌত করতে হবে। পানি জমে না গেলে গোসলের স্থানেই পা ধৌত করবে। নিচের হাদীসেটিতে গোসলের বর্ণনা এসেছে: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاءً لِلْغُسْلِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ ، أَوْ ثَلاَثًا ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ ثمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মায়মুনা রা. বলেন, আমি গোসলের জন্য রাসূলুল্লাহ কাছে পানি নিয়ে আসলাম। তখন তিনি দুই হাত দুই-তিনবার ধৌত করলেন, এরপর তিনি তার লজ্জাস্থান ধৌত করলেন, এরপর দুই হাত মাটিতে লাগিয়ে ধৌত করলেন অত:পর কুলি করলেন ও নাকি পানি দিলেন তারপর চেহারা এবং দুই হাত ধৌত করলেন এরপর পুরো শরীরে পানি ঢাললেন। অত:পর তিনি গোসলের স্থান থেকে সরে গিয়ে দুেই পাই ধৌত করলেন। সহীহ বুখারী হাদীস নং ২৫৭। حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ فَغَسَلَهُمَا ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. হুমরান বলেন তিনি উসমান রা. একটি পাত্রে পানি নিয়ে আসতে বলেন, (পানি নিয়ে আসার পর) তিনি হাতির কব্জি তিনবার ধৌত করলেন এরপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন এরপর চেহারা তিনবার ধৌত করলেন এরপর হাত তিনবার কনুই পর্যন্ত ধৌত করলেন এরপর পা টাকনু পর্যন্ত তিনবার ধৌত করলেন। এরপর তিনি বললেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে আমার এই ওযু করবে এবং এই ওজুতে দুই রাকআত নামায পড়বে তার পূর্বের সকল গোনাহ মাফ করে দেওয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ১৫৯। ২। না, সমস্যা হবে না।