আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1741

বিবিধ

প্রকাশকাল: 5 নভে. 2010

প্রশ্ন

আসসালামুলাইকুম আমাদের সমাজে অনেকের এমন আত্মীয় আছে যারা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় বা উপহার দেয় । কিন্তু তারাই আবার মানুষকে বলে বেড়ায় বা কোন বিষয় নিয়ে মনমালিন্য হলে খাওয়া বা উপহারের খোটা দেয় । এই ধরনের লোকের বাসায় দাওয়াত দিলে কি যাওয়া যাবে বা উপহার দিলে নেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আত্নীয়তার সম্পর্ক বজায় রেখে এই ধরণের লোক থেকে দূরে থাকতে হবে।