আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1735

নামায

প্রকাশকাল: 30 অক্টো. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জ্বি, আমি শুনেছি অনেক আলিম বলেন সালাতে রুকুতে যাবার সময় ও রুকু থেকে উঠার সময় যে- রাফউল ইয়াদাইন –করা হয় তা মানসূখ বা রহিত হয়ে গেছে। এটা কি সঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা রহিত হয়েছে মর্মে কোন দলীল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সা. থেকে সালাতের বিভিন্ন পদ্ধতি সহীহ হাদীসে বর্ণিত আছে। এই রাফয়ে ইয়াদাইন বার বার করাও সহীহ হাদীস সম্মত আবার না করাও সহীহ হাদীস সম্মত । এই নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।