আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1734

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 অক্টো. 2010

প্রশ্ন

আস্সালামুআলাইকুম, শেইখ আমরা যে মুসলিম দাবি করে থাকি নিজেদেরকে কিন্তু মুসলিমের সংজ্ঞা জানি না প্রায় অনেকেই তারমধ্যে আমিও একজন এখন আমার খুব জানার ইচ্ছা মুসলিমের সংজ্ঞা কি? মুসলিমের করণীয় কি?আমি ভালো মুসলিম কি ভাবে হবো?একটু কষ্ট করে বিস্তারিত জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিমের সংজ্ঞা সম্পর্কে রাসূলুল্লাাহ সা. কে একজন জিজ্ঞাসা করেছিলেন। তার প্রশ্ন ছিল ইসলাম কি? অর্থাৎ মুসলিম কিভাবে হওয়া যায়? হাদীসের অংশটি দেখুন: قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ قَالَ الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّىَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম কী? রাসূলুল্লাহ সা. বললেন, ইসলাম হলো যে, তুমি আল্লাহ তায়ালার ইবাদাত করবে এবং তার সাথে কোন কিছুকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ্জ করবে এবং রমাজানে রোজা রাখবে। সহীহ বুখারী, হাদীস নং ৫০। এটা হলো মুসলিমের স্বাভাবিক সংজ্ঞা। এর বাইরে প্রকৃত মুসলিম হতে হলে করণীয় যা আমরা কুরআন ও হাদীস থেকে পাই তা হলো পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করা, সকল হারাম থেকে বেঁচে থাকা, দান-সদকাহ এবং নফল ইবাদাত বেশী বেশী করা, পাড়া-প্রতিবেশী ও আত্নীয়দের সাতে সু-সম্পর্ক রাখা, মানুষকে সালাম দেয়া, খাবার খাওয়ানো, প্রয়োজনে জিহাদে অংশ দেয়া, স্ত্রী-পুত্রদের দায়িত্ব যথাযথ পালন করা, কর্তব্যে অবহেলা না করা, ভাল কাজে সহযোগিতা করা, খারাপ কাজে থেকে নিজে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করা ইত্যাদি।আল্লাহ আমাদের সকলকে ভাল মুসলিম হওয়ার তাওফীক দান করুন।