আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1732

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 অক্টো. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ২ টা প্রশ্নঃ ১। সুদখোর ইমামের পিছনে নামায হবে কি? ২। হজ্জের নিয়তে ব্যাংকে ডিপিএস করা বা হজ্জ প্যাকেজে টাকা জমানো যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায হয়ে যাবে, তবে এমন ইমাম পাল্টানো জরুরী। ২। এখানে মূল বিষয় হলো জমানো টাকাতে সুদ আসে কি না? যদি সুদ আসে তাহলে ঐ সুদ নেয়া জায়েজ নয়। আর যদি সুদ না আসে তাহলে সমস্যা নেই। টাকার হেফাজতের জন্য আপনি এগুলো করতে পারেন তবে সুদ নেয়া যাবে না।